নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের বিভিন্ন ইউনিয়নে এখনো আচরণ বিধি মানছেননা প্রার্থীরা। উপজেলা নির্বাচন অফিসারের কড়াকড়ি নিষেধাজ্ঞা স্বত্ত্বেও ক্ষমতাসীন ছাড়াও সর্বদলীয় চেয়ারম্যান,সংরক্ষিত এমনকি মেম্বার প্রার্থীরাও মনগড়াভাবে তাদের প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সরেজমিনে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শণকালে ওই ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যদের রং বেরংয়ের পোষ্টারে দেয়াল ছেয়ে গেছে। বিশেষ করে ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত প্রার্থী মাহমুদা আক্তার পান্না এবং ৪,৫ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত প্রার্থী বিউটি ও সাহিদাসহ অন্যান্য মেম্বাররা সহসাই দেয়াল ও টিনের বেড়ায় তাদের পোষ্টার ও লিফলেট সাঁটিয়ে দিয়েছে। এ সংক্রান্তে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রদত্ত প্রজ্ঞাপনে আচরণ বিধিমালা’র ৮এর(৮) অনুচ্ছেদে বর্ণিত থাকলেও সেসবের পরোয়া করছেননা প্রার্থীরা। সম্প্রতি তফসিল ঘোষণার পর পরই বন্দর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া এসব বিষয়ে কড়াকড়ি নির্দেশ দেয়ার পরও তারা সেসবের তোয়াক্কা করছেনা। আচরণবিধি লংঘণকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে প্রার্থীরা বেপরোয়া হয়ে উঠবে বলে সাধারণ জনগণের অভিমত।