নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে ইটভাটা শ্রমিকদের অসাবধানতাবশত চুলার আগুনে পুড়ে সুমাইয়া(১০) নামে এক শিশু’র মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার রাতে থানার ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়াস্থ আড্ডা এলাকায় এইচ আর বি নামক ইটভাটায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমাইয়া সুদূর কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাধীন আব্দুল্লাপুর গ্রামের আল আমিন ও সালেহা বেগমের কণ্যা। শ্রমিকরা জানায়,আল আমিন ও তার স্ত্রী সালেহা দীর্ঘ দিন ধরে স্থানীয় যুবলীগ নেতা মাসুম আহমেদের মালিকানা এইচ আর বি ইটভাটায় কাজ করে আসছিল। গত রোববার সকালে স্বামী-স্ত্রী উভয়েই কাজে যোগ দেয়। এরই মধ্যে তাদের শিশু কন্যা সুমাইয়া খেলার ছলে অসাবধানতাবশতঃ ইটভাটা শ্রমিকদের রান্নাঘরের চুলায় পড়ে যায়। শিশুটি চুলার আগুনে পড় ডাক চিৎকার করলে তার বাবা-মা ও অন্যান্য শ্রমিকরা তাকে ধরাধরি করে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কয়েক ঘন্টা চিকিৎসার পর শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ ব্যাপারে নিহত সুমাইয়ার পিতা আল আমিনের সঙ্গে আলাপকালে তিনি জানান,তারা স্বামী-স্ত্রী ভোরে কাজে যোগ দেয়। এরই মধ্যে সকাল ৮টায় সকলের অজান্তে তার মেয়ে সুমাইয়া লেবারদের রান্না ঘরের চুলায় পড়ে যায়। পরে তার ডাক চিৎকার শুনে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।