বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে পেট্রোল ঢেলে জমি ব্যবসায়ী নাসিরউদ্দিন(৫২)কে আগুনে পুড়িয়ে হত্যার ব্যর্থ চেষ্টা চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে থানার বন্দর কোর্টপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতর নাছিরউদ্দিন বন্দর কোর্টপাড়া এলাকার শহীদ আলাউদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়,জমি ব্যবসায়ী নাসিরউদ্দিন সোমবার নিজ বাড়িতে ঘুমিয়ে পড়ে। দিবাগত রাত সাড়ে ৩টায় কে বা কারা ঘরের টিনের চালা কেটে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুনে ফুলকি জমি ব্যবসায়ী নাসিরউদ্দিনের ডান হাত ঝলসে যায়। এ সময় ডাক চিৎকার করলে নাসিরের ছেলে মাহমুদ মুন্নাসহ অন্যান্যরা ছুটে এলে অবস্থা বেগতিক বুঝে দুর্বৃত্তরা সটকে পড়ে। পরে মুন্নান ও অন্যান্যরা মিলে নাসিরউদ্দিনকে আহতাবস্থায় উদ্ধার করে নবীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে। এ ব্যাপারে আহত নাসিরউদ্দিন জানায়,সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার জেরে একটি চক্র ওই হত্যার চেষ্টা চালিয়েছে। এর আগেও তারা নানাভাবে আমাকে ফাঁসানোর অপচেষ্টা চালিয়েছে। আমি তদন্তপূর্বক এ ঘটনার প্রকৃত দোষীদের বিরুদ্ধে বিচার চাই।