বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে মোটর সাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল ইসলাম চৌধুরীর ছেলে রাসেল (৩৭) নিহত হয়েছেন।
শুক্রবার (১ জানুয়ারি ) দুপুরে বন্দরের আমিরাবাদ বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন ইজিবাইক যাত্রী গুরুতর আহত হন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে রাসেল (৩৭) মটর সাইকেল চালিয়ে নবীগঞ্জ থেকে নিজ বাড়ি যাওয়ার পথে আমিরাবাদ বাস স্ট্যান্ডের সামনে মদনপুর থেকে আসা একটি অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাসেল মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে রক্তাক্ত অবস্থায় জখম হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, উক্ত ঘটনায় ইজিবাইক আরোহী দু’জন গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।