বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রায় শিক্ষার গুনগত মান অর্জনের লক্ষ্যে আইসিটি ইন শিক্ষা প্রসারে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ভূমিকা র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বন্দর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সেমিনার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মৌসুমী হাবিব ও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ সরওয়ার আলম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনর্চাজ আবুল কালাম,বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ মাহামুদা বেগম,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ.সালাম,জেলা লিগ্যাল এইড অফিসের সহকারী ইকবাল বাহার,হাজী ইব্রাহীম আলম চাঁন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আহাম্মদ হালিম মজহার,বন্দর ইউপি মেম্বার ইফসুফ আলী,ধামগর ইউপি মেম্বার মোঃ আমজাদ হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মাসুদা বেগমসহ মেম্বারবৃন্দ। সেমিনারে বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে মৌসুমী হাবিব বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে বন্দরে আইসিটি শিক্ষার প্রসার ঘটাতে হবে।