নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের ঐতিহ্যবাহী শামছুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রিয়াজ হোসেন (১২) এসডি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনচ্ছে। এমন কথা জানিয়েছে অসুস্থ স্কুল ছাত্রের মা লিলি বেগম। তিনি আর জানান, রিয়াজের বাবা নেই তাই আমি বহু কষ্টে ২টি ছেলে ও ১টি মেয়ে নিয়ে কোন মতে বেঁচে আছি। আমার ছেলে রিয়াজ বেশ কয়েক মাস ধরে কঠিন রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা হৃদরোগ ইন্সটিউটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বর্তমানে সে ডাঃ আতাহার আলীর চিকিৎসাধীন রয়েছে। তাকে বাঁচাতে অপারেশনের জন্য ২ লাখ টাকা প্রয়োজন। আমি বাবা গরীব মানুষ। ২ লাখ টাকা কোথায় পাব। টাকার অভাবে আমার ছেলেকে মনে হয় বাঁচাতে পারব না। কেউ যদি অসহায় ও এতিম ভেবে এ দুখিনীকে একটু সাহায্য সহযোগিতা করলে হয়ত বা আমার ছেলে রিয়াজ প্রানে বেঁচে যেত। আমার ছেলেকে বাঁচাতে আমি দানবির এমপি আলহাজ্ব সেলিম ওসমানের সহযোগিতা কামনা করছি। অসুস্থ্য স্কুল ছাত্র রিয়াজ হোসেন বন্দর থানার উলাক এলাকার মৃত আব্দুল করিম মিয়ার ছেলে। আমাকে সহযোগিতা করার জন্য ফোন করুন এ নাম্বারে ০১৭৫৪০৯২৭৭০।