বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের ১৮নং দীঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নানামুখী অব্যবস্থাপনার কারণে দীর্ঘ দিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। অজরপাড়া গায়ের এ প্রতিষ্ঠানটিতে প্রতিবছর শতভাগ ফলাফল অর্জণ করলেও বিদ্যালয়ের অবকাঠামোগত কিংবা কোমলমতি শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই। বিশেষ করে শিক্ষার্থী অনুপাতে জায়গা সংকুলানতো হয়ই না তার উপরে আবার বিদ্যালয় প্রাঙ্গনটি অনেকটা নিচু হওয়ায় সামান্য বৃস্টিতে হাটু পানিতে তলিয়ে যায় গোটা মাঠ। এতে করে শিশু-কিশোর বয়সী ছেলে-মেয়েদেরকে ওইসব নোংরা পানি মাড়িয়েই বিদ্যালয়ে আনাগোনা করতে হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদেরকে নানা প্রকার রোগে আক্রান্ত হতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের জনৈক অভিভাবক জানান,দীঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই অবহেলিত। টিউবওয়েল থাকলেও ভাল টয়লেট নেই। শিক্ষার্থী থাকলেও সুবিধা নেই। তাছাড়া বিদ্যালয়ের মাঠটি অনেকদিন ধরেই অরক্ষিত। অতি মাত্রায় নিচু হওয়ায় সামান্য বৃস্টিতেই গোটা মাঠটি হাটু পানিতে তলিয়ে যায়। কোমলমতি শিক্ষার্থীদের ওইসব নোংরা পানি মাড়িয়ে খুবই কষ্টকরভাবে বিদ্যালয়ে আনাগোনা করে থাকে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।