বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে দেড় বছরের শিশু মুনকে নৃশংসভাবে চাপা দিয়ে মারল সূদূও মুন্সিগঞ্জ থেকে আসা ঘাতক ট্রাক। রোববার বিকেল ৪টায় বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার কবি নজরুল স্কুল সড়কে এ ঘটনা ঘটে। নিহত মুন বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেউলী চৌরাপাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে মুন রোববার বিকেলে বাড়ি সংলগ্ন কবি নজরুল স্কুল সড়কের পাশে খেলা করছিল। এ সময় দাসেরগাঁওয়ের দিক থেকে আসা একটি চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৪৩০৪) মুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিমুটিকে মৃত বলে ঘোষনা করে। দুর্ঘটনার পর চাল ভর্তি ট্রাক রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। এলাকাবাসী জানান, যাত্রীবাড়ি থেকে চাল নিয়ে ট্রাকটি চৌরাপাড়া সোমবাড়িয়া বাজারের মিলন বেপারীর গদিতে যাচ্ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।