বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান এক অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে সোনারচরা ১নং ডকইয়ার্ড সংলগ্ন এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা অন্য কোনো স্থানে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই নাহিদ মাসুম জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বন্দরের সোনাচরা ডকইয়ার্ডের পাশে শীতলক্ষ্যা নদীর খালে বৃহস্পতিবার দুপুরে একটি লাশ ভাসছিল। এসময় ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অর্ধ গলিত লাশ উদ্ধার করে সুরতাহলের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার পড়নে ছিলো সাদা শার্ট কালো প্যান্ট। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ভাসতে ভাসতে এখানে এসে কচুরী পানায় আটকে যায়।