বন্দরের ৫টি ইউনিয়নের ভোট কেন্দ্রের
খসড়া তালিকা প্রকাশ
॥ মোট ৫৪টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবে ১লাখ ২০হাজার ৭শ’৪২জন ভোটার
নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গত ২৯ মার্চ প্রেরিত নারায়নগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুজ্জামানের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়,ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা এবং ভোটবেন্দ্র ব্যবস্থাপনার ৪নং অনুচ্ছেদ অনুসারে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০১৬ইং উপলক্ষ্যে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে এতদসঙ্গে প্রকাশ করা হলো। প্রকাশিত সম্ভাব্য ভোটকেন্দ্রের বিষয়ে কারও কোন অভিযোগ/আপত্তি থাকলে আগামী ১০ এপ্রিল ২০১৬ইং তারিখের মথ্যে প্রমাণাদিসহ উপজেলা নির্বাচন অফিসার,বন্দর, অথবা নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের নিকট দাখিল করা যাবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী কলাগাছিয়া ইউনিয়নে ১৬টি ভোটকেন্দ্র এবং ৯২টি বুথ নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্তর্ঃভুক্ত হয়েছে ৩৭ হাজার ৩শ’৮৬জন ভোটার। এরমধ্যে ১৯ হাজার ৪০জন পুরুষ এবং ১৮ হাজার ৩শ’ ৪৬জন নারী ভোটার। বন্দর ইউনিয়নে ১১টি ভোটকেন্দ্র,৬৩টি বুথ নির্ধারণ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬শ’৬৬জন। এ ইউনিয়নে পুরুষ ভোটার রয়েছে ১২ হাজার ৫শ’ ৭৭ এবং নারী ভোটার ১২ হাজার ৮৯জন ভোটার অন্তর্ঃভুক্ত হয়েছে। ধামগড় ইউনিয়নে ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৪টি বুথ নির্ধারণ করা হয়েছে। সর্বমোট ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা রয়েছে ২১ হাজার ২৩ জন। এরমধ্যে ১০ হাজার ৯শ’১৮জন ভোটার পুরুষ এবং ১০ হাজার ১শ’ ৫জন নারী ভোটার তালিকাভুক্ত হয়েছে। মদনপুর ইউনিয়নে ৮ হাজার ৪শ’৬১জন পুরুষ ও ৭হাজার ৯শ’৩৫জন নারী ভোটারসহ মোট ১৬ হাজার ৩শ’ ৯৬জন ভোটার তালিকায় নাম লিখিয়েছেন। উপজেলার উত্তরপূর্বপ্রান্তে অবস্থিত মুসাপুর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে এবার ভোটার হয়েছে ২১ হাজার ২শ’৭১জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ৯শ’৭৩জন ও নারী ভোটার ১০ হাজার ৩শ’ ১জন। প্রাপ্ত তথানুযায়ী ৫টি ইউনিয়নে ১লাখ ২০ হাজার৭শ’৪২ জন ভোটার,৫৪টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।