বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বারদের শপথগ্রহণ সোমবার বেলা ৩টায় অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা মিলনায়তনের সুন্দর ও মনোরম পরিবেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উপস্থিত সকল জনপ্রতিনিধিকে শপথবাক্য পাঠ করান বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মৌসুমী হাবিব। এ সময় বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) হোসনে আরা বীণা,উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহমেদ,মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসানউদ্দিন আহাম্মদ ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণও উপস্থিত ছিলেন। ৬০জন সাধারণ সদস্য(মেম্বার) ও ১৫জন সংরক্ষিত নারী সদস্য(মেম্বার)ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর আগে ৫ ইউনিয়নের চেয়ারম্যানকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমা মিঞা সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান।