বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের শাহী মসজিদ এলাকার বাক প্রতিবন্ধী মাসুমা খাতুন (৩৩) কন্যা সন্তান জান্নাতি সিলমুন (৭)সহ নিঁখোজ রয়েছে। বৃহস্পতিবার ২৪ অক্টোবর সকালে রুপগঞ্জের তারাবো এলাকার স্বামীর বাড়ী থেকে তারা নিঁখোজ হয়। মাসুমা একজন বধির ও বাক প্রতিবন্ধি। এব্যাপারে রুপগঞ্জ থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। কেউ তাদের সন্ধান পেলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ০১৭১৭৪৪১১৩৮, ০১৭৩২৮৭৭৭৩৯।