বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের গকুলদাসেরবাগ এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের একটি অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে জামায়াতে ইসলাম নেতা ৫ জানুয়ারীর নাশকতা মামলার আসামী প্রধাণ অতিথি হওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। যেই মুহুর্তে সারাদেশে জঙ্গী-জামায়াতের বিরুদ্ধে দেশবাসী সোচ্চার সেই মুহুর্তে জামায়তের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতার সঙ্গে একই মঞ্চে অবস্থান করার বিষয়টি সর্বত্রই আলোচনা-সমালোচনার ঝড় বইতে শুরু করছে। উল্লেখ্য,প্রশিক্ষিত যুব শক্তি,বিকশিত অর্থনীতি এই শ্লোগানকে সামনে রেখে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগ চৌরাস্তায় বন্দর থানা যুব উন্নয়ন অধিদপ্তরে উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূইয়াকে সভাপতি হিসেবে রাখা হলেও প্রধাণ অতিথি হিসেবে অংশ নেয় জামায়াতে ইসলামীর বর্তমান দায়িত্বপ্রাপ্ত আমীর সাইফুল ইসলাম। জামায়াত নেতা সাইফুল ইসলামকে সরকারি একটি অনুষ্ঠানে প্রধাণ অতিথি করায় উপস্থিত ব্যাক্তিবর্গকে বিরূপ মন্তব্য করতে দেখা যায়।