বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত নগর মাতা ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ২২নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া। মঙ্গলবার সন্ধায় তার নেতৃত্বের একটি দল বন্দর খান বাড়ির মোড় থেকে আনন্দ মিছিল নিয়ে মেয়র আইভীর শহরের দেওভোগস্থ বাসভবনে গিয়ে ওই সাক্ষাতে মিলিত হন। সক্ষাতকালে মেয়র আইভী অভিবাদন জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,বন্দরের মানুষ আমাকে প্রচন্ড রকমের ভালবাসে। তাদের ম্যান্ডেট পেয়েই প্রতিবার আমি তিন তিনবার মেয়র নির্বাচিত হয়েছি। বন্দরবাসীর ঋৃণ আমি কোনদিনও শোধ করতে পারবোনা। তবে অভয় দিচ্ছি আগামী ৫ বছরে বন্দরের আনাচে কানাচে কোথাও উন্নয়নের কমতি থাকবেনা। কর্ম দিয়ে আমি বন্দরবাসীর ঋৃণ শোধ করার চেষ্টা করবো। তিনি আরো বলেন,স্বাধীনতাত্তোর নির্বাচনেও এই বন্দরবাসী আমার প্রয়াত পিতা আলী আহাম্মদ চুনকাকেও বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। সেই পৌর পিতা চুনকার কণ্যা হিসেবেও আমাকে তারা বারবার মূল্যায়িত করছেন। প্রিয় বন্দরবাসীর কাছে আমার একটাই চাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমরন আপনাদের সেবা করে যেতে পারি। সুলতান আহাম্মদ ছাড়াও এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সরদার,বীরমুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর,নেয়ামতউল্লাহ,মোঃ রাসেল,আনোয়ার হোসেন,মিঠু খান,মোঃ ভুলু,কাজল খান,সেন্টু মিয়া,রাজিন খান,কবির ভূইয়া,পার্থ,জসিম,কামাল হোসেন,আল আমিন,মোঃ নাছিরউদ্দিন,সারোয়ার খান,হবি মিয়া,মোঃ রাজু মোঃ নাছির মোঃ রতন মোঃ সানি মোঃ ইমন মোঃ আরাফাত মোঃ মামুন মোঃ আশরাফ মোঃ সুমন মোঃ মিল্টন,মিজানুর রহমান,ইউনূছ খান প্রমুখ।