বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, বঙ্গবন্ধু হত্যা ক্ষমার অযোগ্য অপরাধ। জাতির জনককে হত্যা করে বাংলাদেশকে একশ’ বছর পিছিয়ে দেয়া হয়েছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতদিনে বাংলাদেশ সুইজারল্যান্ড-মালয়েশিয়ার চাইতেও উন্নত রাষ্ট্রে পরিণত হতো।
বুধবার বিকেল ৫টায় বন্দরের ২৭ নং ওয়ার্ডের হরিপুরস্থ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবর্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত দোয়াপূর্বক আলোচনা সভায় প্রধাণ অতিথি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। খোকন সাহা আরো বলেন,বাংলাদেশকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। বর্তমানে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উপনীত হতে চলেছে। ২০২১সালের মধ্যে এদেশ সর্বক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করবে ইনশাল্লাহ। বন্দর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মোঃ ইসলাম পলু’র সভাপতিত্বে এতে প্রধাণ বক্তা হিসেবে ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ। বন্দর থানা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম ও মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আমানউল্লাহ আমানের সঞ্চালনয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,এ্যাডভোকেট মাহমুদা মালা কেন্দ্রীয় ছাত্রলীগের, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহমেদ,মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর তথা ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,নারী কাউন্সিলর শাহী ইফাত জাহান মায়া,জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতা এ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ,বন্দর থানা শ্রমিকলীগের সহ-সভাপতি আলী আহাম্মদ,এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আইয়ূব নবী,মহানগর(পূর্ব) ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী ওয়াহিদুজ্জামান অহিদ,তরিকুল ইসলাম শাওন,বন্দর ইউনিয়নে ১নং ওয়ার্ডের সদস্য মোঃ ইউসূফ আলী মেম্বার,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোয়েব মোহাম্মদ লিটন,মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,শেখ আলমগীর হোসেন আপেল প্রমুখ।