বিজয় বার্তা ২৪ ডট কম
মঙ্গলবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জের ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ টুর্ণামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেগম সৈয়দা মাহফুজা বেগম, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুস সামাদ, ফতুলা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান এম শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েত নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজজামান আসাদ, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. খন্দকার লুৎফর রহমান স্বপন প্রমূখ।
এ সময়ে খেলা শেষে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন।