বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে সবাই ট্যাক্স দিতে হবে । তাহলে বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে উঠবে।
মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডর শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ অঞ্চলের ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন,শুধু বছরে একবার মেলা করলে হবে না । ট্যাক্সের আগে ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা করতে হবে । নারায়ণগঞ্জের মানুষ মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে । আমরা সরকার কে ট্যাক্স দিবো কিন্তু নারায়ণগঞ্জ হতে কত টাকা ট্যাক্স দিচ্ছে তা সরকারকে জানাতে হবে । ট্যাক্সের মাধ্যমে দেশের মানুষের উন্নয়ন ঘটে থাকে।
নারায়ণগঞ্জ কর অঞ্চল কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমই এর সভাপতি একেএম সেলিম ওসমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মো.মোস্তাফিজুর রহমান , চেম্বার অফ কমার্স এন্ডা ইন্ডাস্টি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ এক আসনের সাংসদ গাজী গোলাম দস্তুগীর ( বীর প্রতীক ) এর সহধর্মিণী তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, সাংসদ সেলিম ওসমানের সহধর্মিণী নাসরিন ওসমান, বিকেএমই সহ সভাপতি ( অর্থ ) জি. এম ফারুক, নারায়ণগঞ্জ ট্র্যাকস বার এসোসিয়েশন এর সভাপতি এড রুহুল আমিন, এফবিসিসি আই এর পরিচালক প্রবীর কুমার সাহা, ব্যবসায়ী তারাপদ আচার্য্য প্রমূখ।
সেলিম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জে ৭০ হাজার মানুষ আছে তারা ট্যাক্স দিতে পারে কিন্ত মাত্র ২৫ হাজার লোক তা দিচ্ছেন । বিশ্বের অন্যান্য দেশের ব্যাংকের তুলনায় বাংলাদেশের ব্যাংক গুলোকে ব্যবসায়ীরা দিগুন হারে ভ্যাট ও ট্যাক্স দিতে হয়।
তিনি আরও বলেন, সব জায়গা ট্যাক্স দেওয়া যায় না । ঘুষ, হারাম ও স্বামীর পকেট কাটা টাকায় ট্যাক্স হয় না । সৎ ভাবে ব্যবসা করে উপার্জিত টাকা তা দিয়ে ট্যাক্স দিতে হবে । আমরা যারা ব্যবসা করি তারা দেশকে ভ্যাট ও ট্যাক্স দিতে হবে । জোর জুলুম করে
ট্যাক্স আদায় করা যায় না । সরকারি কর্মকর্তাদের ব্যবসায়ীদের সাথে ভালো ব্যবহার করতে হবে । যতই চাপ দিবেন ততই ব্যবসায়ীরা কঠোর হবে । নারায়ণগঞ্জের মানুষের মন আছে তারা ট্যাক্স দিতে চায় । বঙ্গবন্ধুর ভাষণেই আমরা শিখেছি সব কিছু বন্ধ করে দিবো ।
বিশেষ অতিথির বক্তব্যে রাব্বী মিয়া বলেন, সরকারি কর্মকর্তারা ব্যবসায়ীদের ট্যাক্স কি সে বিষয়ে জানাতে হবে । যারা ট্যাক্স আদায় করে তারা সকল প্রকার ব্যবসায়ীদের কাছে ট্যাক্স সম্পর্কে তাদেরকে অতিবাহিত করতে হবে । তাহলে তারা সরকার কে ট্যাক্স দিতে উৎসাহী হবে ।
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব হলো মানুষের কল্যাণে কাজ করতে হবে । আমি মনেকরি এই সরকার যে হারে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেছে তাতে সবাই সুন্দর ভাবে চলতে পারে । যদি কোন ব্যক্তি ট্যাক্স নিয়ে কোন প্রকার দুর্নীতি করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না ।
তিনি আরও বলেন, আমরা যদি ট্যাক্স প্রদান করি তাহলে সরকার অবশ্যই সাহায্য সহযোগিতা করে । তা নাহলে আমরা কেন ট্যাক্স দিবো । আমরা যদি ট্যাক্স দেই তাহলে সরকার ও দেশের মানুষের উন্নয়ন হবে । দেশ হলো মা আর এই মাকে সবাই ভালোবাসতে হবে । একটি সমৃদ্ধশালী মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই । যাতে করে তারা সুন্দর ভাবে বসবাস করতে পারে ।
আলোচনা সভা শেষে ফিতা কেটে এবং পায়রা ও বেলুন উড়িয়ে নারায়ণগঞ্জ আয়কর মেলার শুভ উদ্বোধন করেন সাংসদ সেলিম ওসমান।