বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের নবনির্বাচিত ছাত্রসংসদের নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সোমবার সকালে মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ প্রাঙ্গন থেকে বিআরটিসি বাসে এ যাত্রা শুরু করেন ছাত্রসংসদের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সরকারী মুড়াপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু সুকুমার দাস, সহকারী অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ, ছাত্রসংসদ নবনির্বাচিত ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজীব, এজিএস আশিক সহ মুড়াপাড়া সরকারি কলেজের ছাত্রসংদের সকল নেতাকর্মীবৃন্দ।
এসময় অধ্যক্ষ বাবু সুকুমার রায় বলেন, ছাত্রসংসদের নেতাকর্মীদের উদ্যোগে এই প্রথম সরকারি মুড়াপাড়া কলেজ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে যাত্রা শুরু করেছি আমরা। সেখান থেকে ছাত্রসংসদের নেতাকর্মীরা অনেক কিছু জানতে পারবে।
ভি পি সাইফুল ইসলাম তুহিন বলেন, বঙ্গবন্ধু ছিলেন একটি আদর্শের নাম। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমরা সরকারি মুড়াপাড়া কলেজের ছাত্রসংসদের কার্যক্রম শুরু করব।
জি এস সাদিকুল ইসলাম সজিব বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে রাজনীতি করি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে সারাজীবন বাচতে চাই । বঙ্গবন্ধুর হত্যাকারী যারা দেশের বাহিরে আছেন, তাদের দ্রুত দেশে এনে ফাঁশি দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করা হোক।