নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি জন্ম না হতো বাংলাদেশ কখনো স্বাধীন রাষ্ট্রে পরিনত হতো না। তাই বঙ্গবন্ধুকে জাতি এতো ভাল বাসে এবং মনে করেন। এছাড়া ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে সারা বাংলাদেশে একযোগে পালন করা হচ্ছে। শনিবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাশিপুর সোনার মদিনা প্রি-ক্যাডেট ইসলামী একাডেমী’র উদ্যোগে শহীদদের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, মিলাদ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ শে মার্চ কালো রাত্রিতে নিরহ নিরস্ত্র বাঙ্গালীদের নির্মম ভাবে হত্যা কান্ড চালায়। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
অনুষ্ঠানে একাডেমীর সভাপতি আলহাজ¦ মো. আব্দুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, উম্মল ফাতেহা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ¦ মাওলানা আব্দুল ওয়াহেদ, গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ¦ মো.
ফজলুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম হায়দার, হাবিবুর রহমান রেনু। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অক্সব্রিজ স্কুলের প্রিন্সিপাল রাজিয়া সুলতানা বিপি প্রমুখ।