বিজয় বার্তা ২৪ ডট কম
ধানমন্ডী ৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। শুক্রবার দুপুরে ঢাকার ধানমন্ডী ৩২ নাম্বারে এই প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
এদিকে দুপুরে বাদ জুম্মায় মাসদাইর কবরস্থানে ভাষা সৈনিক শামসুজ্জোহা, নাগিনা জোহা ও আলী আহাম্মদ চুনকার কবর জিয়ারত করেন তারা। তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
এসময় জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চন্দনশীল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা ও আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ জেলা পরিষদের নির্বাচিত সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
চেয়ারম্যান চন্দনশীল তার প্রতিক্রিয়ায় জানান, গত ১৪ নভেম্বর আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নিয়েছি। তিনি আমাদের বলেছেন সততার সাথে দায়িত্ব করতে । আমরা ঐকবদ্ধ আছি । জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। নারায়ণগঞ্জ জেলা পরিষদ হবে দুর্নীতিমুক্ত একটি সেবা প্রতিষ্ঠান ধানমন্ডীর ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাড়িয়ে সেই প্রতিজ্ঞাই করছি আমরা।