বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের শ্রম কল্যান ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউছার আহাম্মেদ পলাশ নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে জনসভায় যোগদান করেছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় যোগদান করেন তিনি।
এসময় শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘদিনের ত্যাগই বাঙ্গালী জাতির আজকের এই স্বাধীনতা। বঙ্গবন্ধুর জীবন ও যৌবন জেলে কাটিয়ে ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। স্বাধীন বাংলাদেশে মহান এই নেতার প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। স্বয়ং বঙ্গবন্ধু তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা’ হিসেবে আখ্যায়িত করেন। আর তাই আজ আমরা ১০ই জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করছি। আমি এই দিবসে অংশগ্রহন করতে পেরে ও বাঙ্গালী হিসেবে নিজেকে পরিচয় দিতে পেরে গর্বিত বোধ করছি। এই মহান নেতার মৃত্যু নেই তার আদর্শ আমাদের মাঝে বেঁচে আছে বেঁচে খাকবে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, জাতীয় শ্রমিকলীগের ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর, ফতুল্লা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গির হোসেন মেম্বার, আলীগঞ্জ ট্রাক চালক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, আন্তঃ জেলা ট্রাক চালক পাগলা বাজার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন, বাংলাদেশ ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব আহমেদ রাজু, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলার সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, অটো রিক্সা মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আজিজুল হক, শেখ মুহাম্মদ ইমন আলী সহ আরো অনেকে।