নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দর সমরক্ষেত্র মাঠে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর বক্তব্য রেখে পুরস্কার জিতলেন ৭ শিক্ষার্থী। তাদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকার চেক ও একটি করে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবন কাহিনী’ বই উপহার হিসেবে প্রদান করেন নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই সাথে আগামী বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে রচনা প্রতিযোগীতার ঘোষণা দিয়েছেন তিনি। প্রতিযোগীতার পুরস্কার হিসেবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে ৫লাখ, ৩লাখ ও ২ লাখ টাকা ঘোষণা দেন তিনি।
গত ১৭ মার্চ সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে ছিলেন পুরস্কার প্রাপ্তরা। ওই দিন সেলিম ওসমানের উদ্যোগে ৩০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়ে ছিল।
পুরস্কার প্রাপ্তরা হলো নাসিম ওসমান মডেল হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী ফারিয়া আক্তার মীম, নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আনজিমা কবির নাজিক, বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র আমির আলী হামজা, বন্দর গার্লস স্কুলের ১০ শ্রেনীর ছাত্রী পূজাশ্রী বিশ^াস, মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী রাজিয়া সুলতানা, হাজী ইব্রাহিম আলমচাঁন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনী ছাত্রী সাবিকুন নাহার সুজানা, কদম রসুল কলেজের মানবিক শাখার ছাত্রী নাফিসা নিসা।