বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছনে, বঙ্গবন্ধুর ইতিহাস বলে শেষ করা যাবে না। বাংলাদেশের জন্ম হয়েছে বঙ্গবন্ধুর জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন। আমাদের রাজনৈতিক মুক্তি হয়েছে কিন্তু এখন অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকাল ৩টায় ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যেই এই দেশ মধ্যম আয়ের দেশ রুপান্তরিত হবে। একটি দুর্নীতি ও মাদক মুক্ত পরিছন্ন বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। যাতে করে আমাদের আগামী প্রজন্ম বিশ্বের মাঝে মাথা উঁচু করে বাঁচতে পারে। লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানদের খেলাধূলার উপর মনোযোগী হতে হবে। এই খেলাধুলা ও লেখাপড়ার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আজম, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার মো. কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্ণামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক রাব্বি মিয়া।