বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার বক্তাবলীর পূর্ব গড়কুল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধ সামাদ মোল্লা (৬৫)কে মারধর করেছে উজ্জল মোল্লা(২৬),অ.রব মোল্লা(৫০)গংরা। এঘটনার ৭দিন পরে গতকাল ফতুল্লা মডেল থানায় মামলা করেছে বৃদ্ধ সামাদের ছেলে জসিম মোল্লা (৩০)। মামলা নং-১১৯(৫)১৭।
মামলার অভিযোগ সূত্রেজানাযায়, ফতুল্লা থানাধীন বক্তাবলীর পূর্ব গড়কুল গ্রামের সামাদ মোল্লার পরিবারে সাথে মৃত আলী হোসেন মোল্লার ছেলে ,ওমর আলী মোল্লা(৪৫),উজ্জল মোল্লার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছ্ ে। এই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সামাদ মোল্লা সাথে তার ভাতিজা ওমর আলী, উজ্জল ,আ.রব সহ ৫/৬ মিলে গত ২৩ মে দুপুর দেড় জমিতে জোর করে পুইশাক কেটে নেয়। নিয়ে তর্কবিতর্ক হলে বৃদ্ধ সামাদকে ওমর আলী উজ্জল গংরা মারধর করেছে।
এলাকাবসী জানান, এসময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দফায় দফায় মারামারি হয়েছে । স্থানীয় আওয়ামীলীগ নেতাদের গরিমশি তে এই দুই পরিবারের মাঝে ঝগড়া লেগেই থাকে।