বিজয় বার্তা ২৪ ডট কম
অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবীতে ১১ই নভেম্বর সকাল ৯টা থেকে রূপসী সোয়েটার কারখানার অভ্যান্তরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। তার এক পর্যায়ে সকাল ১১টায় শ্রমিকরা রাজপথ অবোরোধের চেষ্টা করেন উক্ত সময়ে সিদ্ধিরগঞ্জের যুবলীগ নেতা শাহজাহানের হস্তক্ষেপে শ্রমিকরা শান্ত হন এবং তাৎক্ষণিকভাবে মালিক পক্ষের প্রতিনীধিকে ডেকে তার কার্যলয়ে সমঝোতা বৈঠক করে। বৈঠকে যুবলীগ নেতা শাহজাহানের মধ্যস্থতায় উপস্থিত ছিলেন রূপসী সোয়েটারের পরিচালক পারভেজ এবং শ্রমিকদের পক্ষে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইকবাল হোসেন, কারখানার শ্রমিক মোঃ জাকির হোসেন, মোঃ ওয়ালী উল্লাহ, সাগর মোল্লা, এমদাদুল হোসেন সহ রূপসী সোয়েটারের ১০জন প্রতিনীধি। দীর্ঘ আলোচনা শেষে এক পর্যায়ে আজকে শ্রমিকদের ৮০ভাগ বেতন ও অবশিষ্ট ২০ভাগ আগামী বৃহঃস্পতিবার পরিশোধ করবে এই মর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয়। যাহার প্রেক্ষিতে শ্রমিক নেতৃবর্গ আন্দোলন প্রত্যাহার করেন।