স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
এবার বইমেলায় ইভ টিজিং রোধে পুলিশের একটি বিশেষ টিম কাজ করবে। পোশাকে ও সাদাপোশাকে এই টিম তদারকি করবে। কোনো মেয়েকে উত্ত্যক্ত করলে সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হবে। এমনকি অপরাধ গুরুতর হলে সেখানেই ভ্রাম্যমাণ আদালতে তার বিচার হবে বলে জানালেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কমিশনার বলেন, ‘দোয়েল চত্বর থেকে টিএসসি চত্বর পর্যন্ত রাস্তায় কোনো যানবাহন চলাচল করতে পারবে না। টিএসসি চত্বর ও দোয়েল চত্বরে গাড়ি থেকে নেমে হেঁটে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। সকলকে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ ও বাহির হতে হবে। পুরো এলাকাতেই ওয়াচ টাওয়ারের মাধ্যমে তদারকি করা হবে।’
তিনি বলেন, ‘রাস্তায় কোনো হকার বসতে পারবে না। তাই রাস্তা দিয়ে কোনো অপরাধী অপরাধ করে পালাতে গেলে সহজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে আটকা পড়বে। কেউ ইভ টিজিং করলে তাকেও পাকড়াও করা হবে।’
কমিশনার আরো বলেন, ‘সরকারি ছুটির দিন ও বিশেষ দিবসগুলোতে মেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কারণ, ওই সব দিনে মেলায় সচরাচর বাড়তি ভিড় হয়ে থাকে।’
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে মাসব্যাপী বইমেলা শুরু হবে। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।