বিজয় বার্তা২৪ ডটকমঃ
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এমানুয়েল ম্যাকরন। ফ্রান্সের সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট লরা ফেবিয়াস আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে ম্যাকরনকে বিজয়ী ঘোষণার পরই তিনি প্রেসিডেন্ট হন।
বিবিসি জানায়, স্থানীয় সময় আজ রবিবার বেলা সাড়ে তিনটার দিকে প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয়। ম্যাক্রন দায়িত্ব নেয়ার পরপরই বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এলিসি প্রাসাদ আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছেন।
ঘোষণায় লরা ফ্যাবিয়াস বলেন, জনগণের সার্বভৌম ইচ্ছায় আপনি এখন এই রিপাবলিকের প্রেসিডেন্ট। আজকের শপথ অনুষ্ঠানে তিনি ফ্রান্সের জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে নেতৃস্থানীয় ভূমিকা পালনের সম্ভাবনা রয়েছে ফ্রান্সের সামনে।
গত ৭ মে অনুষ্ঠিত রানঅফ নির্বাচনে শতকরা ৬৬ ভাগ ভোট পেয়ে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যাকরন। ৩৯ বছর বয়সী ম্যাকরন এ পর্যন্ত দেশটির সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। মাত্র তিন বছর আগে মূলধারার রাজনীতি শুরু করেন তিনি। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি দেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।