বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ফেসবুকে জিহাদের ডাকসহ নানা উত্তেজনাকর স্ট্যাটাস দিয়ে আটক হয়েছেন হাফেজ মাওলানা মাহাবুবুল আলম খান (২৭) নামে এক মসজিদের ইমাম। শনিবার রাতে রূপগঞ্জ থেকে তাকে আটক করা হয়। তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কর্মী ও হেফাজত নেতা মামুনুল হকের অনুসারী।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, তিনি তার ফেসবুক আইডিকে অন্তত ৮-১০টি জিহাদিসহ নানা উত্তেজনাকর স্ট্যাটাস দিয়েছেন। এসব স্ট্যাটাসে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে। এজন্য তাকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটক মাওলানা রূপগঞ্জ দেইলপাড়া বায়তুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। তিনি একই সাথে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন কর্মী ও মামুনুল হকের অনুসারী।