বিজয় বার্তা ২৪ ডট কম
ফেনসিডিলসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন নাঈমকে (৪০) গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার ভোরে নাঈমকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজার সামনে থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় মাদক মামলা দায়ের করা হয়েছে। ফেনসিডিলসহ আটককৃত মোশারফ হোসেন নাঈমকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেন সোনারগা থানা পুলিশ।