বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ ফতুল্লা মডেল থানাধীন খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন চেকপোস্টে তল্লাশির নামে জনগনকে পুলিশি হয়রানির অভিযোগ উঠেছে। চেকপোস্টে তল্লাশির সময় সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। এ সময় সাধারণ মানুষের সাথে পুলিশ দুর্ব্যবহারও করছেন। চেকপোস্টে কিছু পুলিশ সদস্য উদ্দেশ্যমূলকভাবেও যাত্রী কিংবা পথচারীর সঙ্গে খারাপ আচারণ করেন বলে অভিযোগ রয়েছে। মোটর সাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন হঠ্যাৎ করে থামিয়ে পুলিশ তল্লাশি চালায়। এসময় চালকদের কাছ থেকে কাগজ পত্র চাওয়া হয়। চালকরা কাগজ পত্র দেওয়ার পরও খারাপ আচারণ করেন চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা। চালক কিংবা পথচারীদের কাছে চাওয়া হয় টাকা। ভয়ভীতি দেখিয়ে জনগনের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা। সকালের তুলনায় রাতে বেশী হয়রানি করেন পুলিশ। স্বামী-স্ত্রী রিকশা যাওয়ার সময় তাদের আটকে কাবিন নামা চাওয়া হয়। কাবিন নামার কথা বলে খারাপ আচারণ করা হয়। উক্ত রোডে যাতায়াত রত চালক ও পথচারীরা পুলিশি হয়রানিতে অতিষ্ট হয়ে পরেছে। সরেজমিনে দেখা যায় গতকাল শনিবার (২১ এপ্রিল) রাত ১১ টায় সময় ফতুল্লা মডেল থানার দায়িত্বরত এএসআই জুবায়ের ও কয়েকজন কনস্টেবল মিলে যানবাহন ও পথচারীদের তল্লাশি চালাচ্ছে।
এসময় প্রেমানন্দ নামে এক যানবাহন চালক অভিযোগ করে বলেন, এএসআই জুবায়ের ও দুই চার জন পুলিশ কনস্টেবল মিলে আমার মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালায়। তারা এসময় আমার সাথে অহেতুক খারাপ আচারণ করেন। খারাপ আচারণ করছেন কেন বললে এএসআই জুবায়ের বলেন নারায়ণগঞ্জের মানুষ ভাল না। খারাপ আচারণ করবো না তাহলে কি ভাল আচারণ করবো। আমি আর একমাস মাস আছি এই জেলায় । বেশী চিল্লাইস না।
সুমন নামে এক পথচারী অভিযোগ করে বলেন, প্রায়ই এই চোকপোস্ট দিয়ে যাওয়ার সময় তল্লাশীর নামে পুলিশ আমাদের সাথে খারাপ আচারণ করেন। অনেকসময় পকেট থেকে যা পায় তাই রেখে দেয়।
এ বিষয়ে এএসপি শরফুদ্দিন আহমেদ জানান, জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে বলা আছে পুলিশ সদস্যরা জনগনের সাথে যাতে কোন প্রকার খারাপ আচারণ না করেন। জনগনের সাথে তারা যেন সর্বদা ভাল ব্যবহার করেন। বিষয়টি আমরা গুরত্ব সহকারে দেখবো।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঞ্জর কাদের জানান, চোকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা ভবিষ্যতে যাতে খারাপ আচারণ না করে ও হয়রানী না করে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।
এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার এএসআই জুবায়েরকে ফোন দিলে তিনি অনেক দাম্বিকের সাথে বলেন, কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে আমার কাছে আসবে। আমাকে যেতে বলবো। আমি যাবো। এখানে আর কি আছে।