নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ঝড়-তুফান কিংবা কোন ধরনের বজ্রপাত ছাড়াই আচমকা ভেঙ্গে পড়েছে ফতুল্লা রেলস্টেশনের শত বছরের পুরানো বটগাছটি। এ সময় ভেঙ্গে পড়া বটগাছের চাপায় এর নীচে ৫ টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০ টায় গাছটি একপাশে ভেঙ্গে পড়ে। এর নীচে চাপা পড়ে ক্ষতিগ্রস্থ হয় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৫ টি চা দোকান। এর আগে বিকট শব্দে গাছের গোড়ার অংশ মাঝখান দিয়ে ফেটে দু’ভাগ হয়ে যায়। পরে গাছটি ভেঙ্গে পড়তে সময় নেয় প্রায় পৌনে এক ঘন্টা। ততক্ষনে দোকান মলিকগন কিছু মুল্যবান মালামাল সরিয়ে নিরাপদ স্থানে অবস্থান নেন। যে কারনে হতাহতের ঘটনা ঘটেনি।
অনেকে অভিযোগ করে বলেন, রেলের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে দোকানগুলো গড়ে তোলা হয়েছিল। এসব দোকানের চায়ের গরম পানি গাছের গোড়ায় ফেলা হত। তা ছাড়া গাছটির আশপাশে নারী ব্যবসা,বিভিন্ন ধরনের জুয়া এবং মাদক ব্যবসা ও সেবনের নিয়মিত আসর বসত।
স্টেশন মাস্টার শাহাদাত হোসেন জানান, গাছের গোড়া ফেটে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথে দোকান মালিকদের নিরাপদ দুরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয় এবং বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়। তবে কি কারনে গাছটি ভেঙ্গে পড়েছে, তার সঠিক কারন তিনি জানাতে পারেননি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দোকানগুলো বৈধ না অবৈধ তা আমার জানান নেই। মাত্র দু’মাস আগে এ স্টেশনের দায়িত্ব গ্রহন করেছি।