বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এবারও ৪র্থ বারের মত সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক রণজিৎ মোদক(সকাল বার্তা প্রতিদিন/ দৈনিক নব অভিযান) ও সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান( দৈনিক দেশের আলো) । শনিবার (২৭ মে) বিকেলে ক্লাব প্রাঙ্গণে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচনের প্রধান কমিশনার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন।
তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার নাট্য ব্যক্তিত্ব ফজলুল হক পলাশ ও বিশিষ্ট ব্যবসায়ী সমবায় মার্কেটের সভাপতি সৈয়দ জাকির হোসেন।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন (দি ডেইলি সান), সহ-সভাপতি আবুল হাসান (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক এ আর কুতুবে আলম ( িৈনক সচেতন), সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সুমন (দৈনিক দেশের আলো), কোষাধ্যক্ষ নজরুল ইসলাম সুজন (দৈনিক নারায়ণগঞ্জের শতকথা), দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন মৃধা (দৈনিক ইয়াদ), সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী (অগ্রবাণী প্রতিদিন), সদস্য আজমীর ইসলাম (মোহনা টিভি), মোস্তাক আহমেদ সুমন (ভোরের কথা) ও আনোয়ার হোসেন সজীব (অগ্রবাণী প্রতিদিন)।
গত এপ্রিল মাসে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ২০১৫-২০১৭ সনের কমিটি মেয়াদ শেষ হয়। এরপর নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২৪ মে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক মনোনীত হন ক্লাবের সাবেক সভাপতি রণজিৎ মোদক। ওই দিন আহ্বায়ক কমিটি নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ২৫ ও ২৬ মে মনোনয়ন পত্র ক্রয়, বাছাই, প্রত্যাহার এবং ২৭ মে ভোট গ্রহণের দিন ধার্য করা হয়। এ লক্ষ্যে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন পত্র কিনেন। শুধুমাত্র যুগ্ম সম্পাদক পদে দু’জন প্রার্থী হওয়ায় ভোট গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু শেষ মুহূর্তে ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ সুমন এই পদ থেকে সরে আসায় এবং সদস্য পদ থেকে মোখলেসুর রহমান তোতা প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ায় ভোটের আর প্রয়োজন পড়েনি।
শনিবার বিকেলে উৎসবমুখর পরিবেশে নতুন কমিটি গঠন ঘোষণা করা হয়। এ সময় ক্লাবের স্থায়ী সদস্য মুন্নি আলম মনি,আ.কাইয়ুম খাঁন,সাংবাদিক মাসুদসহ আরো প্রাথমিক সদস্য, উপদেষ্টা কাউন্সিল উপস্থিত ছিলেন।অতিথি হিেিসবে উপস্থিত ছিলেন দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো.তোফাজ্জল হোসেন,ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি হাজী সৈয়দ ওবায়দুল্লাহ,ফতুল্লা রির্পোটার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু,সহ-সভাপতি শহিদুল্লাহ রাসেল,ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন প্রধান,সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু,হাজীএ্যাড:সৈয়দ মশিউর রহমান শাহীন,সাংগঠনিকসম্পাদক আ.রহিম ,দপ্তরসম্পাদক আব্দুল আলিম লিটন, সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী,ফতুল্লা রিপোর্টার্স ইউনিট সাধারন সম্পাদক সোহেল আহম্মেদ,সদস্য ফরিদ আহম্মেদ বাধনসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।