বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ক্লাবের সাবেক সভাপতি রণজিৎ মোদক।
বুধবার (২৪ মে) সকাল ১০টায় ক্লাবের সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- মনির হোসেন, কাজী আনিসুর রহমান, আনোয়ার হাসান ও আবুল হাসান।
ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন রণজিৎ মোদক। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান।
সভায় ক্লাবের আগামী নির্বাচন, ইফতার পার্টি, নতুন সদস্য সংগ্রহসহ বিবিধ বিষয়ে আলোচনা শেষে আগামী ২৭ মে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।
এ ছাড়া সভায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার ঘটনায় নিন্দা প্রস্তাব গৃহীত হয়। অবিলম্বে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান উপস্থিত সাংবাদিকরা।
সভা শেষে অসুস্থ সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এ আর কুতুবে আলম, মনির হোসেন সুমন, মোস্তাক আহমেদ সুমন, মোখলেছুর রহমান তোতা, নজরুল ইসলাম সুজন, মুন্নি আলম মনি, গিয়াসউদ্দিন মৃধা, ফজলুল হক পলাশ, জুয়েল চৌধুরী, আনোয়ার হোসেন সজিব ও মাহফুজুর রহমান রিপন প্রমুখ।