বিজয় বার্তা ২৪ ডট কম
কর্মক্ষেত্রে দায়িত্ব অবহেলার কারনে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার মিজান ও আলাউদ্দিন নামে দুই এসআইকে প্রত্যাহারা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানার এসআই মিজান-৩ ও হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিনকে প্র্রত্যাহার করে পুলিশ লাইন্সে পাঠানোর নির্দেশ দেন জেলা পুলিশ সুপার মঈনুল হক।
এই দুই উপ-পরিদর্শকদের প্রত্যাহার বিষয়টি ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড চেকপোস্টে এসআই মিজান-৩ ও খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনের চেকপোস্টে এসআই আলাউদ্দিন দায়িত্বে ছিলেন। উক্ত দুজন এসআইকে জেলা পুলিশ সুপার খোঁজ নিয়ে দায়িত্ব অবহেলা পাওয়ায় প্রত্যাহার করে পুলিশ লাইন্সে পাঠান।