বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহন করছেন বলে এমনটিই জানালেন ডিস্ট্রিক ইনটেলিজেন্স অফিসার (ডিআই-২) মঞ্জুর কাদের।
মঞ্জুর কাদের বলেন, ওসি হিসেবে আমি দায়িত্ব গ্রহনের নির্দেশ পেয়েছি। আশাকরি আগামী রবিবারে আনুষ্ঠানিকভাবে আমি দায়িত্ব গ্রহন করবো। এই থানাটি নারায়ণগঞ্জের একটি খুবই গুরত্বপূর্ন থানা। আমার জন্য সবাই দোয়া করবেন আমি
সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।
প্রসঙ্গত, ফতুল্লা মডেল থানার দায়িত্ব প্রাপ্ত ওসি মো: কামাল উদ্দিন সম্প্রতি সহকারী পুলিশ সুপার(এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন। তার জায়গায় মঞ্জুর কাদের দায়িত্ব গ্রহন করছেন।