প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে ফতুল্লা প্রেস ক্লাবের ৫ সদস্যকে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের কর্যকরি পরিষদের এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।
অব্যাহতি দেয়া সদস্যরা হচ্ছে রুহুল আমীন প্রধান, আবুল কালাম আজাদ, রফিক হাসান, জি এ রাজু ও আনিসুল হক হিরা।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি পিয়ার চাঁন, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, দপ্তর সম্পাদক মোঃ বদিউজ্জামান, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মাসুদ আলম, সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ সাগর, কার্যকরি সদস্য সেলিম হোসেন।
উল্লেখ্য, এই ৫জন সদস্য সাংবাদিকতা পেশা অনিয়মিত এবং সংগঠনের কর্মকান্ড থেকে নিজেদের বিরত অভিযোগ এনে তাদের শোকজ নোটিশ দেয় ফতুল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এ ঘটনায় একজন ছাড়া কেউ শোকজের জবাব দেয়নি বলে জানান তারা। যা ফতুল্লা প্রেস ক্লাবের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে নেতৃবৃন্দ বলেন।