বিজয় বার্তা ২৪ ডট কম
গত ২৪ ঘন্টায় মাদক ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযানে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিনের সহযোগিতায় ও‘সি (অপারেশন) মজিবুর রহমানের নেতৃত্বে ফতুল্লার বিভিন্ন এলাকা হতে সাজা প্রাপ্ত তালিকা ভূক্ত সন্ত্রাসীসহ ২২ আসামীকে পাকড়াও করেছে।
ফতুল্লা মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার এস, আই মোজাহারুল ইসলাম জানান, ফতুল্লার বিভিন্ন পাড়া মহল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২২ আসামীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো, মাসদাইর এলাকার মৃত আ. মাজেদের ছেলে মাহফুজ (৩০), মো. আ. সালামের স্ত্রী নাজমা আক্তার (৩৫)। তাদের কাছে ১৩০ পুরিয়া হেরোইন পেয়েছেন পুলিশ। ফতুল্লা থানার তালিকা ভূক্ত শীর্ষ সন্ত্রাসী তুষার আহম্মেদ মিঠু (৪৫)। সে দাপা এলাকার মৃত আ. গফুর সিদ্দিকীর ছেলে। তাকে ডাকাতির প্রস্তুতি মামলায় ৭দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে। মাসদাইর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত আ. সালামের ছেলে মন্টু ওরফে বক্কু(৪৫)কে গ্রেপ্তার করে। শান্তি নগরের মৃত হাসান মিয়ার ছেলে মিঠু (২৬) কে গ্রেপ্তার করে। চানমারী বস্তি এলাকার আলী আহম্মেদের ছেলে মো. আরিফ (৩৩),কাইয়ুমপুর এলাকার কাদির মিয়ার ছেলে রেজাইল করিম(৪৫),কোতালেরবাগ এলাকার খলিলের ছেলে রতন (৪০), পশ্চিম দেওভোগ এলকার আহম্মেদের ছেলে আউয়াল(৩৫), কুতুবপুর এলাকার আবুল কাশেমের ছেলে হাকিম(২০) তার স্ত্রী কহিনূর বেগম (৪০)।সস্তাপুর এলাকার শামসুল হকের ছেলে আমান (৩০),পশ্চিম তল্লা এলাকার আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান(৪০), বক্তাবলী রামনগর এলাকার রুস্তুম আলীর ছেলে কাউসার (৩৫), কোতালের বাগ এলাকা হতে সোনা মিয়ার ছেলে দানেশ মাদবর(৪৫),আমজাদের কন্যা রিতা আক্তার (১৭), খানপুর সবুজবাগ এলাকা হতে আব্দুল হকের ছেলে ফারুক(৪২), মাসদাইর এলাকার মৃত রমজান আলীর ছেলে কালুমিয়া (৪২),হাতেম আলীর ছেওেল ফয়সাল (৩৬)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে এসআই মিজানুর রহমান-২ গ্রেপ্তার করেন মাদক সাজা প্রাপ্ত আসামী ও তালিকাভূক্ত সন্ত্রাসীসহ ৮ জন। এস, আই নাহিদ আহম্মেদ ২জন, নাহিদ হাসান সুমন ১জন, মাসুদ রানা,২জন,অটল দাস ২জন, আতাউর রহমান ২ জন,তুষার কান্তি দাস ১ নাজিউর রহমান ২জন, এবং এ,এস,আই হাকিম ২ জন।
অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন জানান, ফতুল্লায় সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে অপরাধীদের সংখ্যা জিরো টলারেন্সে নিয়ে আসবো ইনশাল্লাহ। এতে সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতা চাই সর্ব ক্ষেত্রে এবং সর্বসময়।