বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ শিক্ষা বোর্ড এর আওতায় ‘ইংলিশ ইন এ্যাকশন’ প্রজেক্টে’র অংশ হিসেবে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান। শনিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয়টির শ্রেনী কক্ষগুলো পরিদর্শন করেন তিনি। এসময় শিক্ষার্থীদের সাথে ইংরেজি ভাষার মাধ্যমে কথপোকথন করেন প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান।
কথোপোকথনের এক পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষের সব চাইতে বড় গুন হলো মানুষ ভাষার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করতে পারে। এই গুন অন্যান্য প্রানীর মধ্যে নেই। কিন্তু স্থান ভেদে একেক মানুষের ভাষা একেক রকম। আমরা বাঙালিরা বাংলা ভাষার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করি। বিদেশিরাও তাদের স্ব-স্ব ভাষায় মনের ভাব প্রকাশ করে থাকেন। তবে বিদেশিদের সাথে যখন আমরা কথোপোকথন করবো, তখন আমাদের ইংরেজিতে মনের ভাব প্রকাশ করতে হবে। কেননা ইংরেজিটা এখন “সেকেন্ড ল্যাংগুয়েজ” এ পরিনত হয়ে উঠেছে। তাই জীবনে চলার পথে ইংরেজি ভাষা শিক্ষার বিকল্প নেই। তাই সকলেরই ইংরেজি শিক্ষায় উৎসাহি হতে হবে।’ এ ছাড়াও স্কুলের পরিবেশ ও অবকাঠামো দেখে কর্তৃপক্ষের নিকট সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এর আগে প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান ও ‘ইংলিশ ইন এ্যাকশন’ প্রজেক্টের টিম লিডার উইলিয়াম সনসহ জেলা শিক্ষা অধিদপ্তর থেকে আগত সকল অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সহ প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, অভিভাবক প্রতিনিধি মো. তুষার আহমেদ মিঠু, আনিসুজ্জামান অনু ও কামরুন্নাহার কুমু। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ফতুল্লা থানাধীন এনায়েত নগর ইউনিয়নের হরিপরপাড়া বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি।