নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ফতুল্লা পাইলট স্কুলের ছাত্রীদের বিনামূল্যে মাশরুম চাষ প্রশিক্ষনের ৩দিন ব্যাপি কর্মসূচী বুধবার শেষ হয়েছে। স্বপ্নপূরন যুব মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুলের প্রদান শিক্ষক আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আনিসুজ্জামান অনু, ম্যানেজিং কমিটির সদস্য তুষার আহমেদ মিঠু,সহকারী প্রধান শিক্ষক শাহাদত হোসেন,শিক্ষক প্রতিনিধি মাওলানা নেসারউদ্দিন খান,সিনিয়র শিক্ষিকা আফরোজা পারভীন । ৩দিন ব্যাপি কর্মসূচীতে ৫০জন ছাত্রীকে হাতে-কলমে মাশরুম চাষের উপরে প্রশিক্ষন দেন স্বপ্ন পূরন যুব মহিলা উন্নয়ন সংস্থার সিনিয়র প্রশিক্ষক ফেরদৌসি মোরশেদা এবং সহকারী প্রশিক্ষক শামীমা নাসরিন সুলতানা। প্রশিক্ষন শেষে কর্মসূচীতে অংশ ৫০জনকে বিনামূল্যে মাশরুম চারা উপহার দেয়া হয়।