বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানার ব্যারাকের রান্না ঘরটির টিনের চালা কালবৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে বুড়িগঙ্গা নদীতে। এ ঘটনাটি ঘটেছে গত ৩ এপ্রিল রাতে । ঝড়ে থানার রান্না ঘরের চাল উড়িয়ে নেয়ায় ফতুল্লা থানা পুলিশ এখন মানবতার ভাবে জীবন যাপন করছেন। তাদের এক বেলা রান্না করলে আরেক বেলা রান্না চলছেনা। এখন এমন অবস্থা বিরাজ করছে খোলা আকাশের নীচে এখন রান্না হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রান্না করা যাচ্ছে না ব্যারাকের রান্না ঘরে।
পুলিশ সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জ জেলার মধ্যে সব চেয়ে ব্যস্তময় থানা ফতুল্লা মডেল থানাটি। আর এই থানাধীন এলাকায় বসবাস করে আসছে লক্ষলক্ষ মানুষ।আর এই মানুষের আইনি প্রশাসনিক সহযোগিতা করে ফতুল্লা মডেল থানা পুলিশ।সেই পুলিশের নিত্য খাওয়া ধাওয়ার রান্নাবান্নার ঘরটির টিনের চালা গত ৩ এপ্রিলের কাল বৈশাখীর ঝড়ে ভেঙ্গে চুড়ে বাতাসে বুড়িগঙ্গা নদীতে উড়িয়ে ফেলেছে।পুলিশের বাবুর্চি খোলা আকাশের নিচে রান্না করছেন। মাঝে মাঝে ঝড় এলে ব্যারাকে বসবাসরত পুলিশ হোটেল রেস্তোরাতে খেয়ে ডিউটি করতে হচ্ছে। আবার মাঝে মাঝে ডিউটির চাপে না খেয়েও তাদের ডিউটি করতে হচ্ছে।বর্তমানে থানার বসবাসরত পুলিশ যারা তাদের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দূরদর্শার দিকে তাকিয়ে অতি তাড়াতাড়ি থানার রান্না ঘরটি সংস্কার করা হোক।এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার আমাদের রান্নাঘরটি কালবৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে গেলে। অমাদের থানার ব্যরাকে বসবাসরত পুলিশের ভীষন সমস্যা হচ্ছে। তবে আমাদের উধ্বর্তন কর্মকর্তাদের কে জানিয়েছেন ওসি স্যারে।