বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এ,এস,আই রফিকুল ইসলাম জানান, এস.আই কাজী এনামুল হক ও এ,এস,আই তারেক আজিজ গত বুধবার রাতে পাগলা নয়ামাটি এলাকা হতে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেদুল ইসলাম (৩৬) ও মহসীন (২৫) কে গ্রেপ্তার করেছে। রাসেদুল সিদ্ধিরগঞ্জ এর মিজমিজি এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে। মহসীন সোনারগাঁও থানাধীন পানাম এলাকার আহসান উল্লাহর ছেলে ।
এস,আই রাজু মন্ডল গত বৃহস্পতিবার সকালে মাসদাইর ফারিয়া গামের্ন্টস এলাকা হতে ৬০ ইয়াবাসহ লিটন (৩৫) ও ওসমান আলী (৩০) কে গ্রেপ্তার করেছে।
এস,আই মাজেদ মিয়া বৃহস্পতিবার রাতে জামতলা ধোপাপট্টি এলাকা হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আ.হকের ছেলে মো.আলী (২৪) এবং সুরতআলীর ছেলে রিপন (৩০) কে গ্রেপ্তার করেছে।
এ.এস.আই আব্দুল গাফ্ফার তালুকদার গত ৮ ফেব্রুয়ারী রাতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমির হোসেন ওরফে সাইফুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করেছে। সে সিহাচর এলাকার বাবুল মিয়ার ছেলে।
এ,এস,আই আবুল কালাম আজাদ গত বৃহস্পতিবার রাতে ১ কেজি গাঁজাসহ পাগলা বউবাজার এলাকার হতে কামাল হোসেন (৩৫),সজীব (২২) কে গ্রেপ্তার করেছে। কামাল ঐ এলাকার মো.নুরুল হুদার ছেলে, সজীব ইফতিয়ার উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।