বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৭শ ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে মাদকের বিশেষ অভিযান চালিয়ে চানমারী বস্তি এলাকা থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এস আই কাজী এনামুল হক ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলো,মৃত আ.সাত্তারের ছেলে আবুল হোসেন(২৮),আল আমিন(২৭),সোহেল(২৫)এবং মোতালেবের স্ত্রী মর্জিনা বেগম(৪৫)।এস আই মিজানুর রহমান২ ইসদাইর গাবতলী এলাকায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ এলাকার সামাদের ছেলে রমজান ওরফে রঞ্জু(৩৪)কে গ্রেপ্তার করেছে।এ এস আই কামরূল হাসান চানমারী বস্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলো,ঐ এলাকার নুরুল ইসলামের ছেলে আনোযার হোসেন আনু(৪২)গোলাম মোস্তফার ছেলে জুয়েল(৩২) এবং খলিল বেপারীর ছেলে দ্বীন ইসলাম(২২)।অপরদিকে, আলীগঞ্জ মধ্যপাড়া এলাকায় এস আই মিজানুর রহমান৩ মাদকের অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবু(৩২)কে গ্রেপ্তার করেছে।সে ্ঐ এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আ্ইনে মামলা দায়ের করেছে।