বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ৬শ পিইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রেজানাযায়, ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান২ ও তার সঙ্গীয় ফোর্স গতকাল দুপুর ১২টায় মাসদাইর বেকারী মোড় মিঠুর রিক্সার গ্যারেজে অভিযান চালায় ।এ অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা ট্যাবলেঠসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলো, মাসদাইর বেকারী মোড় এলাকার প্রধান বাড়ীর মৃত জজ মিয়ার ছেলে যুবলীগ নেতা আরিফুল ইসলাম ওরফে জুয়েল প্রধান(৪০)।একই এলাকার শরিফ মিয়ার ছেলে তুষার(২০),কবির হোসেনের ছেলে রাকিব হোসেন(২০)।
এস আই মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের তথ্যমতে জুয়েল প্রধান, রাকিব ও তুষার পশ্চিম মাসদাইর এলাকার মাদক স¤্রাজ্ঞী জমিলা বেগমের সেলস ম্যান।জমিলার কাছ থেকে মাদক এনে খুচরা বিক্রি করে ঐ গ্রেপ্তারকৃতরা।
অপরদিকে, ফতুল্লা মডেল থানার এস আই কাজী এনামুলহক ও এ এস আই কামরুন হাসান গত শনিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে দাপা ইদ্রাকপুর এলাকায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে একই বাড়ির ৩ পেশাদার মাদক বিক্রেতাকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃতরা হলো, মৃত মতলব কাজীর ছেলে রিপন কাজী(৪০),ভুলু কাজীর ছেলে রনি কাজী(২০),মো. আনসার আলীর ছেলে বাবুল(৪২)।ফতুল্লা মডেল থানাি পুলিশ বাদী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।