বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযানে ৫৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এ,এস,আই রফিকুল ইসলাম জানান, এস,আই. সাইফুর রহমান গত ২১ জানুয়ারী ভোর ৪ টায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসদাইর বাড়ই ভোগ এলাকা হতে শান্ত ইশান ওরফে টাকলু (২০) কে গ্রেপ্তার করেছে । সে দেওয়াভোগ পানির ট্যাংকি এলাকার মো. ছাব্বির খন্দকার এর ছেলে ।
এস, আই , শাফিউল আলম ২০ জানুয়ারী রাতে নন্দলালপুর এলাকার কাকুলী ডাইং এলাকার রাস্তায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল (৩০) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলকার মো.মোতালেবমিয়ার ছেলে।
এস,আই ফজলুল হক শনিবার রাতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নরসিংপুর এলাকা হতে মানিক (২৮) কে গ্রেপ্তার করেছে। সে বক্তাবলী লক্ষ¥ীনগর এলাকার পূর্বপাড়া ঐরাকার মো. জমসেরআলীর ছেলে।
এস,আই মাজেদ মিয়া গত শনিবার রাতে কোতালের বাগ বউবাজার এলাকা হতে ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবু(২৫) কে গ্রেপ্তার করেছে। সে ঐএলাকার মৃত আলী সরদারের ছেলে।
এস,আই, আতাউর রহমান গত ২১জানুয়ারী ভোর ৫ টায় দাপাইদ্রাকপুর আদর্শ স্কুলের সামনের রাস্তা হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিল (৩০) কে গেপ্তার করেছে। সে ঐ এলাকার জাহাঙ্গির হোসেনের ছেলে।
এস,আই ফাহেয়াত উদ্দিন রক্তিম গত ২০ জানুয়ারী রাতে মাসদাইর বেকারী মোড় এলাকা হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ অপু (৩২) কে গ্রেপ্তার করেছে। সে মাসদাইর জামালের গ্যারেজ এলাকার শহিদুল্লাহর ছেলে।
এ,এস,আই আলমগীর হোসেন গত রোববার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এর পাশে মর্ডান গার্মেন্টসের সামনের রাস্তায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জনি (২৪) কে গ্রেপ্তার করেছে। সে তল্লা এলাকার হাসান আলীর ছেলে।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্ল্ ামডেল থানায় মামলা দায়ের করেছে।