বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ বুধবার ভোরে পিলকুনি হতে ৫’শ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে একটি মামলা হয়।
ফতুল্লা মডেল থানার দারোগা এনামুল হক ও সহকারী দারোগা কামরুল ইসলাম ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স সহ বুধবার ভোরে ফতুল্লার পিলকুনি এলাকায় অভিজান চালান। এসময় মোস্তফা মোল্লার বাড়ীর সামনে হতে ৫’শ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো দাপা ইদ্রাকপুর এলাকার মৃত সেরাজউদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (২৪), আজগর আলীর ছেলে হাসান আলী (২৫), বাবুল মিয়ার ছেলে আবুল হোসেন কালু (২৬)। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে একটি মামলা হয়।