বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় র্যাব-১১ এর অভিযানে ৪ জন চাঁদাবাজ গ্রেফতার করা হয়েছে।
রাতে থানাধীন পঞ্চবটি এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে ১। মোঃ শহীদুল ইসলাম (৩০), ২। মোঃ হুমায়ূন আলী (৪৫), ৩। মোঃ নবীন (১৯) এবং ৪। মোঃ সেলিম (২৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ১৫,৫০০/- টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি মোড়ের লালবাগ বিরানী হাউজ এলাকায় বিভিন্ন ধরনের গাড়ির চালকদেরকে গুরুতর আঘাত এবং এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা গ্রহন প্রতি দৈনিক ২৫০/- থেকে ৩০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।