বিজয় বার্তা ২৪ ডট কম
৩’ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারী) রাতে সদর উপজেলার ফতুল্লার পাগলা শাহীবাজার মুন্সীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসুলবাগ এলাকার মৃত আওয়াল সরদারের ছেলে আঃ মাজেদুল ইসলাম মজিদ (৩৫) এবং সদর উপজেলার ফতুল্লার উত্তর ভূইঘর এলাকার আঃ মান্নানের ছেলে মোঃ জাহিদুল আলম (৪০)।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান (২) ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে সোমবার রাতে ফতুল্লার পাগলা শাহীবাজার রসূলবাগ এলাকা থেকে ৩’ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ আঃ মাজেদুল ইসলাম মজিদ এবং জাহিদুল ইসলাম নামের দুইজনকে আটক করা হয়।এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।