বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থান পুলিশ পৃথক অভিযানে গত ২৪ ঘন্টায় ৩শ‘৫৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার পুলিশ জানান, গত ২ জুলাই রাতে এ্স আই নহিদ আহম্মেদ, এ এস আই কামরুল হাসান বক্তাবলী এলাকার গোপালনগন গ্রামে মাদকের অভিযান চালিয়ে ২শ‘পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে মো. রাসেল (৩২), মৃত ইউনুস মিয়ার ছেলে নূরূল হক (২৮) এবং কুতুবপুর নন্দলালপুর এলাকার মৃত হুমায়নকবির মোল্লার ছেলে মিজানুর রহমান সোহাগ (২৯)কে গ্রেপ্তার করে।ঢাকা নারায়নগঞ্জ লিংক রোড চেক পোষ্টে এস আই নাজিউর রহমান ২৫ পিস ঈয়াবা ট্যাবলেটসহ হাবিবুর রহমানের ছেলে তাজুল ইসলাম(২২)কে গ্রেপ্তার করেছে। সে শরীয়তপুর এলাকা হতে মাদক নিয়ে ফতুল্লায় আস্।ে এস আই আমিনুল ইসলাম গতকাল সকাল সাড়ে ১০টায় কুতুবপুর মাহমুদপুর এলাকা হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ এলাকার মো. ইউনুস মিয়ার ছেলে রাসেল হোসেন (১৮ কে গ্রেপ্তার করেছে।এস আই মোজাহারুল ইসলাম নবীনগর এলাকা হতে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঐ এলাকার খোরশেদ আলমের ছেলে জুয়েল (২৮ কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
,