বিজয় বার্তা ২৪ ডট কম
৩’শ পিছ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে ফতুল্লার জামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-শহরের চর সৈয়দপুর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে নজরুল (২৬) ও শহরের শহীদনগর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জান্নাতুল নাঈম (৪৩) এবং সদরের শীতলক্ষা এলাকার মোঃ বাবুলের ছেলে নাদিমসহ একই এলাকার আঃমান্নানের ছেলে রবিন (২৬)।
ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার জামতলা এলাকা থেকে ৩০০ পিচ ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।