বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১ এর অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রাত দেড়টায় থানাধীন মাহমুদপুর সাকিনস্থ ব্যাংক কলোনী মসজিদ রোড তোবারক মিয়ার বাড়ির নিচ তলায় অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে ০২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১২,১৬০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল আলম@রকি (৩৩) নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোঃ সম্রাট তালুকদার স্বারক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।